টোটবিকো লোইকো দেরেঙ
লিখেছেন:সত্যজিৎ টোটো, ভক্ত টোটো
বিলুপ্তির খাদের মুখে দাঁড়ানো এক ভাষা টোটো। সেই ভাষা পুনরুজ্জীবনের প্রচেষ্টায় ২0১৮ সাল থেকে বের হয়ে চলেছে এই পত্রিকা। প্রথম দুটি সংখ্যা টোটো ভাষায়, তারপর থেকে টোটো ও বাংলা দ্বিভাষায়। প্রথম এগারোটি সংখ্যা এখানে রইল।