পাটকল থেকে দুনিয়াদারি

লিখেছেন:গিয়াসউদ্দিন
গিয়াসউদ্দিন পাটকলের শ্রমিক। গিয়াসউদ্দিন স্বপ্নদ্রষ্টা। গিয়াসউদ্দিন কবি। গিয়াসউদ্দিন ক্ষুব্ধ, বিক্ষুব্ধ, আবার সহমর্মিতায় অপার। পাটকলে কাজ করেন, আবার আরবি-ফারসি ভাষা পড়ান। বজবজ চিত্রিগঞ্জের কাছে ঘুপচি ঘর, আবার চেতনায় সারা বিশ্ব নিয়ে তাঁর দুনিয়াদারি। তাঁর লেখার সংকলন এই বই।

0 Comments
Leave a reply