ওসিপ ম্যান্ডেলস্টাম: কবির নিয়তি

কবির দায়, কবির নিয়তি কীভাবে একটা মানুষের জীবনে নির্ধারক হিসেবে কাজ করতে পারে? কীভাবে এক কবির কবিতা তাঁর জীবৎকালে রাষ্ট্রীয় কোপে মূলত ছাপা না হলেও তাঁর মৃত্যুর পরে রাষ্ট্রীয় গণ্ডীকে চ্যালেঞ্জ করে গড়ে ওঠা পাঠকদের নিজস্ব নেটওয়ার্কের মধ্য দিয়ে আবার জীবিত হয়ে উঠতে পারে? ওসিপ ম্যান্ডেলস্টাম বোধহয় তার সবচেয়ে উজ্জ্বল নিদর্শন। অথচ বাংলা ভাষার পাঠকরা তাঁর সঙ্গে এখনও তেমনভাবে পরিচিতই হয়ে ওঠেননি। পরিচয়ের প্রাথমিক সূত্রপাত ঘটানোর জন্যই এই অনুবাদ-প্রচেষ্টা।

ওসিপ ম্যান্ডেলস্টাম, নাদেঝদা ম্যান্ডেলস্টাম,
21 Apr, 2025

Read more