তুমি ডাক দিয়েছ কোন্ সকালে… রবীন্দ্রনাথের রাজনৈতিক ভাবনা নিয়ে একটি আলোচনা

রাজনীতি-চিন্তার ইতিহাসে রবীন্দ্রনাথের রাজনীতি-চিন্তা স্বকীয় অনন্যতায় উজ্জ্বল। রাষ্ট্রীয় পরিসর পরিহার করে তা নৈরাষ্ট্রিক, যুক্তিবাদের নিগড় অগ্রাহ্য করে তা আধ্যাত্মিক, অর্থনৈতিক অবধারণবাদ অস্বীকার করে তা অস্তিত্বের মৌল ঐক্যের অভিসারে ব্রতী। রবীন্দ্রনাথ যতটা পূজিত, তাঁর রাজনীতি-দর্শন ঠিক ততটাই অবহেলিত। এই আলোচনায় সেই রাজনীতি-দর্শনের মর্মে প্রবেশ করার চেষ্টা করা হয়েছে।

বিপ্লব নায়ক
26 Jul, 2025

Read more