টোটবি ক্যা হিঙ জেজেঙ (টোটো ভাষাকে ভালোবাসো)
লিখেছেন:সত্যজিৎ টোটো
পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার ভুটান-সীমান্তের গ্রাম টোটোপাড়ায় টোটোজাতির বাস। তাদেরই একজন সত্যজিৎ টোটো। নিজ জনজাতির ভাষা ও সংস্কৃতিকে ক্রমশ বিলুপ্তির পথে গড়িয়ে যেতে দেখে তরুণ বয়স থেকেই নিজ জনজাতির মধ্যে চর্চার মাধ্যমে তা পুনরুজ্জীবনের জন্য সক্রিয় হয়েছেন। টোটো ভাষায় গান লিখেছেন, সুর দিয়েছেন, এখন তাঁর অকালমৃত্যুর পরও সে গান টোটোপাড়ায় লোকমুখে ঘোরে। এখানে রইল তাঁর করা শব্দসংগ্রহ।