ভারত-ভুটান ভূখণ্ডে ভাষা-জাতিসত্তার বৈচিত্র্য ও টানাপোড়েন
লিখেছেন:'মাতৃভাষা' পত্রিকা থেকে নির্বাচিত সংকলন
চুড়ো-করে-বাঁধা কেন্দ্রীভূত জাতি-রাষ্ট্রের আগ্রাসী সমসত্ত্বতা-আরোপকারী প্রবল টানের বিরুদ্ধে নিজেদের ভাষা-সংস্কৃতির অস্তিত্ব বজায় রাখার লড়াই লড়তে হচ্ছে বিভিন্ন জনজাতির মানুষকে। সবগুলোই এক একটা অসম লড়াই। তবু এসব লড়াই ও প্রতিরোধ-প্রচেষ্টাগুলোর ভিতর নানা সীমাবদ্ধতা-পিছুটানের মধ্যেও গঠনমূলক নানা সম্ভাবনা উঠে আসছে। তারই কিছু পরিচয় এই সংকলনের মধ্যে ধরা হয়েছে।