ভাষার সামাজিকতা: তথ্য, তত্ত্ব, অভিজ্ঞতা

লিখেছেন:'মাতৃভাষা' পত্রিকা থেকে নির্বাচিত সংকলন
বিভিন্ন ভাষা ও বিভিন্ন সমাজরূপ যেমন একে-অপরের সঙ্গে পার্থক্য ও বৈচিত্র্যের চির-জায়মান নকশাজালে অবস্থিত, সখ্য ও বিরোধের চিরচঞ্চল সম্পর্কে গ্রথিত; তেমনই, একটি কোনো ভাষা ও একটি কোনো সমাজও তার নিজ অভ্যন্তরে বিবিধ স্তর, ধাপ, গহ্বর ধারণ করে পার্থক্য-বৈচিত্র্য-সখ্য-বিরোধ-এর টানাপড়েনে বিন্যস্ত। বিভিন্ন ফাটল বরাবর সংকটরেখাগুলো ভাষাবিলোপ, জনজাতীয় সমাজ-সংস্কৃতি বিলোপ এবং জীবপ্রজাতির বিলোপের মধ্য দিয়ে জানান দিচ্ছে। ভাষা ও সমাজের এই মিথষ্ক্রিয়াই এখানে চর্চার বিষয় হয়ে উঠেছে।

0 Comments
Leave a reply